অগ্নিভ চক্রবর্তী তৃতীয় নিতাই ঘোষ মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন
14/11/2025 - অগ্নিভ চক্রবর্তী ও রূপম মুখার্জী অপরাজিত থেকে ৮ পয়েন্ট করেন দু'জনেই। টাই-ব্রেক অনুযায়ী অগ্নিভ তৃতীয় নিতাই ঘোষ মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন। রূপম দ্বিতীয় স্থান লাভ করেন। পাঁচজন খেলোয়াড় - সৃজন সাহা, অঙ্কিত দাস, হৃষিকেশ কুমার বণিক, রিশান দেবনাথ ও মৃত্যুঞ্জয় কুমার প্রত্যেকেই ৭.৫ পয়েন্ট করেন। তাঁহারা তৃতীয় থেকে সপ্তম স্থান অধিকার করেন টাই-ব্রেক onujayi। মোট পুরস্কার মূল্য ছিল ₹৬০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৮০০০০, ₹৬০০০০ ও ₹৪০০০০ সঙ্গে একটি করে ট্রফি। জলপাইগুড়ি দাবা একাডেমী এই পাঁচদিনব্যাপী নয় রাউন্ড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন গ্রেটার কৈলাশ দা প্যালেস, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ ১০ই থেকে ১৪ই অক্টোবর ২০২৫। ইহা অগ্নিভর বছরের প্রথম টুর্নামেন্ট বিজয়। ছবি: IA অসিত বরণ চৌধুরী / জলপাইগুড়ি দাবা একাডেমী

