সায়ন্তন দাস ও মিত্রাভ গুহ RSPB এর হয়ে ৪৪তম জাতীয় দল ওপেন ২০২৫ শীর্ষস্থান

রেলওয়েস স্পোর্টস প্রমোশন বোর্ড 'খ' এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অপরাজিত থেকে দুটি দলই ১৬ পয়েন্ট করেন। RSPB B ৪৪তম জাতীয় দল ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন টাই-ব্রেক স্কোর বেশি হওয়ার জন্য। AAI দ্বিতীয় স্থান লাভ করেন। তাঁদের মধ্যে পঞ্চম রাউন্ডের খেলা ড্র তে শেষ হয়। রেলওয়েস স্পোর্টস প্রমোশন বোর্ড 'ক' ১৫ পয়েন্ট করে তৃতীয় স্থান পান। প্রথম তিনটে দলের মধ্যে সবকটি খেলা ড্র তে শেষ হয়। মোট পুরস্কার মূল্য ছিল ₹৫০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹১২৫০০০, ₹১০০০০০ এবং ₹৭৫০০০ যথাক্রমে। RSPB পরপর দ্বিতীয় বছর চ্যাম্পিয়ন হন, যদিও গত বছর উহা 'ক' দল ছিল এবং এবার 'খ'। ছবি: সারা ভারত দাবা সংস্থা